পারমাণবিক বর্ণালির সিরিজ
পরমাণুতে কোনো উচ্চ শক্তিস্তর থেকে ইলেক্ট্রন শক্তি বিকিরণ করে ১ম শক্তিস্তরে ফিরে এলে বর্ণালি রেখার ভিত্তিতে যে রেখা পাওয়া যায়, তাকে “লাইমেন সিরিজ” বলে। ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ শক্তিস্তরে ফিরে এলে তাদেরকে যথাক্রমে “বামার সিরিজ”, “প্যাশ্চেন সিরিজ”, “ব্রাকেট সিরিজ”, “ফুনড সিরিজ” এবং “হামফ্রিশ সিরিজ” বলে। এগুলোই মূলত পারমাণবিক বর্ণালির সিরিজ।
Tahshin Alam Utsho Answered question August 16, 2023