মাইটোকন্ড্রিয়াকে অন্তঃকোষীয় মিথোজীবী বলা হয় কেন?

1

মাইটোকন্ড্রিয়াকে অন্তঃকোষীয় মিথোজীবী বলা হয় কেন?

Tahshin Alam Utsho Answered question August 16, 2023
0

কোষাভ্যন্তরে আদিকোষী মাইটোকন্ড্রিয়া কোষের সাথে সহাবস্থান করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলে বলে একে অন্তঃকোষীয় মিথোজীবী বলা হয়।

বিবর্তনের ধারায় সুকেন্দ্রিক কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়নের আত্তীকরণ হয়। এক্ষেত্রে উক্ত কোষ এবং মাইটোকণ্ড্রিয়ন পরস্পরের দ্বারা উপকৃত হতে থাকে। মাইটোকন্ড্রিয়া কোষের অভ্যন্তরে উপযুক্ত পরিবেশে জীবনধারণ করে এবং নিজের প্রতিলিপি তৈরি করতে থাকে। আর বিনিময়ে এটি কোষীয় শ্বসনে প্রত্যক্ষ ভূমিকা রেখে কোষকে শক্তি সরবরাহ করে।

যেহেতু কোষের সাথে মাইটোকন্ড্রিয়া মিথোজীবীতার সম্পর্ক তৈরি করেছে এবং এটি সংঘটিত হচ্ছে কোষের ভেতরে, তাই একে কোষের অন্তঃমিথোজীবী বলা হয়।

Tahshin Alam Utsho Answered question August 16, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।