শীতকালীন সাদা ধোঁয়া

0

আপনি যখন কথা বলেন তখন আপনার মুখ দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। এই বিষয়টি নিয়ে ছোটরা খেলা করেনি বা বড়রা একবার হলেও ভাবেনি এমন লোক নেই। তবে আপনার মুখ দিয়ে এই সাদা রংয়ের দৃশ্যমান বাষ্প কি সত্যিই কোনো ধোঁয়া? আর এটি শুধু শীতকালেই কেন দেখা যায়?

Tahshin Alam Utsho Answered question December 18, 2021
0

আমরা নি:শ্বাসের সাথে যে বাতাসটি গ্রহণ করে থাকি তা হালকা গরম হয়ে বের হয়। শীতকালে যখন এটি বাইরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, তখন তা ঘনীভূত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে। পুরাই ফিজিক্স!

Tahshin Alam Utsho Answered question December 18, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।