সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে?
অনেক প্রশ্নেই আমাদেরকে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়। প্রশ্ন হলো: সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে?
Anonymous Posted new comment October 29, 2021
না, সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে না।
বরং স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করলে দ্বিগুণ সময়ে চারগুণ দূরত্ব অতিক্রান্ত হয়।
এসম্পর্কে বিজ্ঞান ব্লগে গতির সমীকরণ ক্যালকুলেটর শিরোনামে একটা লেখা আছে। সেখানে যুক্ত করা আছে একটা ক্যালকুলেটর ওয়েবঅ্যাপ। নিউটনিয়ান গতি-সমীকরণগুলো (SUVAT সমীকরণ) দিয়ে সমত্বরণে চলমান বস্তুর গতীয় চলকগুলো হিসাব করতে সেই ক্যালকুলেটরটি আপনাকে সাহায্য করবে।
মুবতাসিম ফুয়াদ Answered question October 27, 2021
[…] প্রশ্নটি পাবেন এখান থেকে: লিঙ্ক […]