সাগরের পানি নীল দেখায় কেন?
সাগরের পানি নীল দেখায়। তবে এই পানি যখন কোনো পাত্রে রাখা হয়, তখন সেটি সাধারণ পানির মতই দেখায়। এক্ষেত্রে এরূপ পরিবর্তনের কারণ কি। এটি কি শুধুই দৃষ্টি বিভ্রাট নাকি বৈজ্ঞানিকভাবে এর জন্য কোনো কারন দায়ী?
Asifur Rahman Answered question December 9, 2021
মূলত যখন সাগরে সূর্যের আলো পড়ে(সাদা আলো, যেখানে সব কয়টি তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে) তখন সূর্যের আলোর লাল, কমলা এবং হলুদ রং বিশিষ্ট আলো(দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট) শোষিত হয় প্রবলভাবে। যেখানে নীল আলো কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তাই তা খুবই কম আকারে শোষিত হয়। যেকারণে অধিক নীল রং প্রতিফলিত হয় তাই সাগরের রং নীল দেখায়।
Tahshin Alam Utsho Posted new comment December 11, 2021
Tahshin Alam Utsho commented
স্পষ্ট উত্তরের জন্য ধন্যবাদ!
ধন্যবাদ