হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ার

0

হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ার নামে বায়ুমন্ডলে দুইটি অংশ রয়েছে। এগুলো আসলে কী?

Farhan Tanvir Torsha Selected answer as best August 14, 2023
0

বায়ুর উপাদানের সংযুক্তির উপর ভিত্তি করে বায়ুমন্ডললে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। একটি হলো সমমন্ডল (Homosphere) এবং অন্যটি হলো বিষমমন্ডল (Heterosphere)।

বায়ুমন্ডলের যে স্তরে বায়ুর উপাদান সুষমভাবে বা সমানভাবে মিশ্রিত থাকে, তাকে হোমোস্ফিয়ার বলে। এটি বায়ুমন্ডলের শুরু থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে রয়েছে ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল এবং মেসোমন্ডল।
অন্যদিকে, যে স্তরে বায়বীয় উপাদানের আনুপাতিক বিন্যাস সুষম থাকে না, সেটা হলো হেটারোস্ফিয়ার। এখানে মূলত হাইডোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য বেশি থাকে। এটি ৮৫ কিলোমিটারের উপর থেকে নিয়ে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মূলত তাপমন্ডল বা থার্মোস্ফিয়ারই হলো হেটারোস্ফিয়ার।

Farhan Tanvir Torsha Selected answer as best August 14, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।