Gastroenterology কী?
Gastroenterology চিকিৎসাবিজ্ঞানের একটি শাখা। এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন?
গ্যাস্ট্রোএন্টেরোলজি চিকিৎসাবিজ্ঞানের একটি শাখা এবং শারীরবিদ্যা (জীববিজ্ঞানের যে শাখায় নানা অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী আলোচনা করা হয় তা-ই শারীরবিদ্যা বা ফিজিওলজি) এর একটি অংশ যেখানে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র ও এর সাথে সম্পর্কিত অঙ্গ যেমন অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, লিভার, পিত্তনালী, মলদ্বার প্রভৃতির স্বাভাবিক কার্যাবলী, ব্যাধি বা অস্বাভাবিকতা নিয়ে আলোচনা করা হয়। স্বাভাবিকভাবে খাদ্যের পরিপাক, পাকস্থলী ও অন্ত্রে গৃহীত খাদ্যের চলন, অবশিষ্ট ও অপাচ্য অংশ মলরূপে ত্যাগ, লিভার ও অন্যান্য পরিপাক অঙ্গের কাজ মোটা দাগে এই শাখাভুক্ত। পরিপাকতন্ত্র রিলেটেড রোগ যেমন কোলন পলিপ, ক্যান্সার, হেপাটাইটিস, পেপটিক আলসার, কোলাইটিস, পিত্তথলি বা পিত্তনালীর সংক্রমণ, অগ্ন্যাশয়ের স্ফীতি বা প্রদাহ প্রভৃতি গ্যাস্ট্রোএন্টারোলজিরই আলোচ্য বিষয়।