গাছের পাত সবুজ, কিন্তু ফুল রঙিন কেনো?

0

আমরা দেখি গাছের পাতা সবুজ, কিন্তু আমরা দেখতে পাই ফুল রঙিন এর কারন কি?

Tahshin Alam Utsho Answered question March 18, 2024
0

গাছের পাতাও তো রঙিনই হয়, সবুজ হয়টাও তো রঙিন। আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে পাতা সবুজ রঙের হলে ফুল ভিন্ন ভিন্ন রঙের হয় কেন। আসুন, দেখি!

ক্লোরোফিল হল একটি সবুজ বর্ণের রঙ্গক পদার্থ, যা সমস্ত সবুজ গাছপালা এবং অন্যান্য সালোকসংশ্লেষণকারী জীব যেমন সায়ানোব্যাকটেরিয়াতে থাকে। এই ক্লোরোফিল পিগমেন্টের উপস্থিতির কারণে গাছের পাতা এবং কান্ডের কচি অংশ সাধারণত সবুজ হয়।

আর ফুলে বিভিন্ন ধরণের ক্রোমোপ্লাস্ট ও কালার পিগমেন্ট থাকে। যেমন-ফিওপ্লাস্ট, রোডোপ্লাস্ট, জ্যান্থোফিল ইত্যাদি। এগুলো থাকার কারণ হলো এর মাধ্যমে ফুলকে রঙিন করে পরাগায়নের জন্য বিভিন্ন কীট-পতঙ্গ বা পাখিকে আকর্ষণ করা।

Tahshin Alam Utsho Answered question March 18, 2024

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।