নাইট্রোজেন ক্ষারের পার্থক্য
পিউরিন ও পাইরিমিডিন উভয়ই নাইট্রোজেন বেস। তবে পিউরিন দুইরিং বিশিষ্ট ও পাইরিমিডিন একজন বিশিষ্ট ক্ষার। ডিএনএ তে মূলত এই পিউরিন-পাইরিমিডিন হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এক্ষেত্রে পিউরিন হিসেবে থাকে অ্যাডেনিন ও গুয়ানিন। অন্যদিকে পাইরিমিডিন হিসেবে থাকে থায়ামিন ও সাইটোসিন। (তবে আরএনএ তে পাইরিমিডিন ক্ষার হিসাবে থাইমিন এর বদলে ইউরাসিল থাকে)।
Hamim Answered question October 28, 2021