403 vs 404!

803 viewsবিবিধComputer HTTP ICT Internet
2

যারা অনলাইনে ঘোরাফেরা করেন প্রয়োজনে-অপ্রয়োজনে তারা নিশ্চয়ই উপরের উক্ত কোড একবার হলেও দেখেছেন। কখনো কি মনে এসেছে এত সংখ্যা থাকতে কেনই বা ঐ সংখ্যা দুটিই দেখায়? মাঝে মাঝে কিন্তু 403 আবার মাঝে মাঝে 404 ইরর দেখায়। অন্য কোনো সংখ্যাও তো দেখাতে পারত। কিন্তু এই দুইটি সংখ্যা ব্যবহারের পেছনে স্পেশালিটি কি?

Tahshin Alam Utsho Answered question December 18, 2021

খুবই ভালো প্রশ্ন!

ধন্যবাদ!

0

আসলে 404 এবং 403 এরর হচ্ছে Internet Error Code।
403 Error কোডটি আসার কারণ হচ্ছে কোনো ওয়েবসাইটের এডমিন কর্তৃক ঐ সাইটটিতে শুধুমাত্র নির্দিষ্ট কোনো তারিখের জন্য প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। আপনি যদি ঐ তারিখের পূর্বে/পরবর্তীতে সেই সাইটে ভিজিট করেন তাহলে এই এরর কোড ‘403 Forbidden’ প্রদর্শন করবে ।
404 Error বলতে বোঝায় যে, সার্ভারটি চলমান (Valid), কিন্তু ওয়েবপেজটি কিংবা ওয়েবপেজে যাওয়ার পথটি Valid নয়। যদি আপনি কোনো deleted page বা ভুল URL এ ক্লিক করেন, তাহলে আপনার সামনে 404 not found প্রদর্শন করবে। WWW এর প্রথম ডাটাবেজ বসানো হয় সুইজারল্যান্ডের একটি অফিসের চারতালার ৪০৪ নাম্বার রুমে। সেখানে ফাইল আদান প্রদান কারার সময় ভুল থাকলে ‘404: not found’ মেসেজ লেখা হতো। সেখান থেকে আসা শব্দটি দ্বারা এখন সার্ভারে 404 Error দেখানো হয়।

Tahshin Alam Utsho Posted new comment December 18, 2021

ধন্যবাদ।

স্বাগতম, হামিম ভাই!

You are viewing 1 out of 1 answers, click here to view all answers.

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।